» বাংলাদেশ ৮টি বিভাগ এবং ৬৪টি জেলা নিয়ে গঠিত এর মধ্য ঢাকা বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ১১টি, খুলনা বিভাগে ১০টি, রাজশাহী বিভাগে ৯টি, রংপুর বিভাগে ৭টি, বরিশাল বিভাগে ৬টি, সিলেট বিভাগে ৪টি এবং ময়মনসিংহ বিভাগে আছে ০৪টি জেলা। » এ জেলাগুলোতে আছে ৪৯১টি উপজেলা এবং ৪,৫৫৪টি ইউনিয়ন। » দেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি, বৃহত্তম উপজেলা শ্যামনগর এবং বৃহত্তম ইউনিয়ন বেগমগঞ্জ (নোয়াখালী)। » দেশের ক্ষুদ্রতম জেলা মেহেরপুর, ক্ষুদ্রতম উপজেরা থানচি (বান্দরবান) এবং ক্ষুদ্রতম ইউনিয়ন সেন্টমার্টিন।
» বাংলাদেশের মোট সীমান্তবর্তি জেলা ৩২টি, এর মধ্য ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে আছে ৩টি জেলা। » একমাত্র রাঙামাটি জেলার সাথে আছে ভারত মিয়ানমার দুইটি দেশেরই সীমান্ত। » বাংলাদেশের সাথে ভারতের সিমান্তবর্তি রাজ্য আছে ৫টি (পঞ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা ও মিজোরাম) এবং জেলা আছে ৮টি (নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, মালদাহ, কুচবিহার, জলপাঁইগুড়ি ও বারাসাত)। » বাংলাদেশের ভিতর ভারতের ছিটমহল ছিল ১১১টি এবং ভারতের ভিতর বাংলাদেশের ছিটমহল ছিল ৫১টি। » নিচর বিভিন্ন বিভাগ ও জেলার উপর ক্লিক করে সেই বিভাগ এবং জেলা সম্বন্ধে আর বিস্তারিত জেনে নিন।