বাংলা ব্যাকারণ ও সাহিত্য
|
|
সংক্ষিপ্ত প্রশ্নত্তর | |
বাংলা সাহিত্যের কবি ও তাঁদের সৃষ্টি | বাংলা ভাষা ও সাহিত্য |
»
প্রাচীন যুগের কবি-সহিত্যিক » মধ্য যুগের কবি-সাহিত্যিক » অন্ধকার যুগের কবি-সাহিত্যিক » আধুনিক যুগের প্রথম পর্যায়ের কবি » রবীন্দ্র পূর্ববর্তী কবি-সাহিত্যিক » রবীন্দ্র পর্বের কবি-সাহিত্যিক » রবীন্দ্র পরবর্তী কবি-সাহিত্যিক |
»
বাঙালি জাতির উদ্ভব » বাংলা ভাষার ও লিপির উদ্ভব » উদ্ধৃতি ও রচয়িতা » উপাধি ও ছদ্মনাম » বাংলা সাহিত্যের যুগ বিভাগ » উল্লেখযোগ্য পত্রপত্রিকা ও সম্পাদক » প্রাচীন বাংলা সাহিত্য ও ইতিহাস |
বৈষ্ণব পদাবলী | মর্শিয়া সাহিত্য |
» চর্যাপদ » মধ্যযুগ » অন্ধকার যুগ » শ্রীকৃষ্ণকীর্তন কাব্য » মঙ্গল কাব্য » মনসামঙ্গল কাব্য |
»
|
মঙ্গল কাব্য | শায়ের ও কবিওয়ালা |
» চণ্ডীমঙ্গল কাব্য » অন্নদামঙ্গল কাব্য » ধর্মমঙ্গল » কালিকামঙ্গল » জীবনী সাহিত্য » অনুবাদ সাহিত্য » রোমান্সধর্মী প্রণয়োপ্যাখ্যান » রোসাঙ্গ রাজসভায় সাহিত্য » নাথ সাহিত্য |
» লোক সাহিত্য ও গীতিকা » বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক » প্রাচীন ও মধ্যযুগের গ্রন্থ |
বাংলাদেশের সাহিত্য | রবীন্দ্র পূর্ববর্তী সাহিত্য |
» বাংলাদেশের উপন্যাস » ড. আলাউদ্দিন আল আজাদ » শওকত ওসমান » সৈয়দ শামসুল হক » শওকত আলী » আকতারুজ্জামন ইলিয়াস » হুমায়ূন আহমেদ » বাংলাদেশের নাটক » নুরুল মোমেন » সেলিম আল দীন » বাংলাদেশের ছোটগল্প » হাসান আজিজুল হক » বাংলাদেশের কবিতা » আহসান হাবীব » সৈয়দ আলী আহসান » শামসুর রাহমান » হাসান হাফিজুর রহমান » আল মাহমুদ » বেগম সুফিয়া কামাল |
» প্যারীচাঁদ মিত্র » মীর মশাররফ হোসেন » বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় » রবীন্দ্রপূর্বর্তী কবিতা » বাংলা মহাকাব্য » বাংলা গীতিকবিতা » দ্বিজেন্দ্রলাল রায় » রবীন্দ্র পূর্ববর্তী নাটক » দীনবন্ধু মিত্র » মাইকেল মদুসূদন দত্ত » বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর » জীবনবৃত্তান্ত » উপন্যাস ও ছোট গল্প » প্রমথ চৌধুরী » ইসমাইল হোসেন সিরাজী » শরৎচন্দ্র চট্টোপাধ্যায় » রবীন্দ্র পর্বের নাটক » রবীন্দ্র পর্বের প্রবন্ধ » রবীন্দ্র পর্বের কবিতা » কাজী নজরুল ইসলাম |
আধুনিক যুগের প্রথম পর্যায় | সাহিত্যকর্ম |
» গদ্যের বিকাশ ও উপন্যাসের জন্ম » রাজা রামমোহন রায় » ঈশ্বরচন্দ্র গুপ্ত » মদনমোহন তর্কালংকার » ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর » অক্ষয়কুমার দত্ত |
» কাব্য » নাটক » উপন্যাস » ছোটগল্প |
রবীন্দ্র পর্বের সাহিত্য | সাহিত্য ও সাহিত্যিক |
»
রবীন্দ্রনাথ বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন » রবীন্দ্র পরবর্তী উপন্যাস » বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় » মানিক বন্দ্যোপাধ্যায় » বুদ্ধদেব বসু » সৈয়দ ওয়ালীউলাহ » জহির রায়হান » আবু ইসহাক » সৈয়দ মুজতবা আলী » রবীন্দ্র পরবর্তী কবিতা » সিকান্দার আবু জাফর » জীবনানন্দ দাশ » জসীমউদ্দীন » পররুখ আহমেদ » গোলাম মোস্তফা » রবীন্দ্র পরবর্তী ছোটগল্প » রবীন্দ্র পরবর্তী নাটক » মুনীর চৌধুরী » রবীন্দ্র পরবর্তী প্রবন্ধ » ড. মুহাম্মদ শহীদুলাহ |
» বিভিন্ন সাহিত্যকর্মে প্রথম » সাহিত্যের স্রষ্ট্য, গ্রন্থের প্রকৃতি |
ভাষা ও বাংলা ভাষা | পদ প্রকরণ |
» ব্যাকারণ » ধ্বনি ও বর্ণ » ধ্বনি পরিবর্তণ » ণত্ব ও ষত্ব বিধান » সন্ধি » উপসর্গ ও অনুসর্গ » শব্দ ও শব্দ প্রকরণ » দ্বিরুক্তি শব্দ » একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ » বাংলা বানানের নিয়ম » কতিপয় অশুদ্ধ বাক্যের সংশোধনী » বাক্য সংকোচন » বাগধারা » কতিপয় প্রবাদ বাক্য |
» বাক্য প্রকরণ » বচন ও পদাশ্রিত নির্দেশক » লিঙ্গ প্রকরণ » সমাস » কারক ও বিভক্তি » সমার্থক বা প্রতিশব্দ » বিপরীতার্থক শব্দ |
বাঙালি জাতি, ভাষা ও লিপির উদ্ভব | |
» সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দু'ভাগে ভাগ করা যায় প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠী এবং আর্য নরগোষ্ঠী। » আর্যপূর্ব জনগোষ্ঠী মূলত ৪ শাখায় বিভক্ত। » নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় ও ভোটচীন। » অস্ট্রো-এশিয়াটিক বা অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে ধারণা করা হয়। » এদের ‘নিষাদ জাতি’ নামে অভিহিত করা হয়। » প্রায় পাঁচ-ছয় হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে বাংলায় প্রবেশ করে অস্ট্রিক জাতি নেগ্রিটোদের পরাজিত করে। » খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ককেশীয় অঞ্চলের শ্বেতকায় আর্যাগোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে। » উপমহাদেশে আগমনের অন্তত ১৪০০ বছর পরে খ্রিস্টপূর্ব প্রথম শতকে বঙ্গ ভূখণ্ডে আর্যদের আগমন ঘটে।
» ইন্দো-ইউরোপীয় মূল ভাষা হতে বাংলা ভাষার জন্ম। » প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ-পূর্ব পর্যন্ত ইন্দো-ইউরোপীয় ভাষা প্রচলিত ছিল। » ইন্দো-ইউরোপীয় মূল ভাষা দুইভাগে বিভক্ত ছিল। » তা হলো কেন্তুম ও শতম। » শতম শাখা হতে আর্য ভাষার উদ্ভব। আর্যদের ধর্মগ্রন্থ ‘বেদে’ এর ভাষা ছিল প্রাচীন ভারতীয় সাহিত্যিক ভাষা। » সপ্তম শতকে বিখ্যাত পণ্ডিত পাণিনি বৈদিক ভাষার সংস্কার সাধন করেন এবং নির্দিষ্ট সূত্র প্রদান করেন। » এ সূত্রানুযায়ী সংস্কারকৃত নিদৃষ্ট ভাষাই সংস্কৃত ভাষা হিসেবে পরিচিতি লাভ করে।
» প্রাচীন ভারতে প্রচলিত চিত্রলিপিকে অবলম্বন করে ভারতীয় লিপিমালার উৎপত্তি ঘটে। » এ লিপিমালাকে কেন্দ্র করে উদ্ভূত প্রধান দুটি রূপ হলো ব্রাহ্মী এবং খরোষ্ঠী। » ব্রাহ্মী লিপিতে বামদিক থেকে ডানদিকে লেখা হয় এবং খরোষ্ঠী লিপিতে ডানদিকে থেকে বানদিকে লেখা। » তৃতীয় শতকে সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় সমগ্র ভারতবর্ষে ব্রাহ্মীলিপি ছড়িয়ে পড়ে। » সেন বংশের শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয় এবং পাঠান আমলে তা মোটামুটি স্থায়ী রূপ লাভ করে। » ১৭৭৮ সালে চার্লস উইলকিনস ও এন্ডুজ সাহেব হুগলিতে এবং ১৮০০ খ্রিস্টাব্দে ডেনমার্কের শাসনাধীন শ্রীরামপুর মিশনের উইলিয়ম ওয়ার্ড ও জেসি ম্যার্শম্যানের সহায়তায় উইলিয়াম কেরী মুদ্রণযন্ত্র স্থাপন করেন। » বাংলা বর্ণমালা গড়ে উঠেছে ১১ টি স্বরবর্ণ ও ৩৯ টি ব্যঞ্জনবর্ণের সমন্বয়ে। |
|
Copyright © Sabyasachi Bairagi
|